বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স - ACS Future School
বার্ষিক পরীক্ষা সামনে, আর এই সময়টা সব শিক্ষার্থীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকেই ঠিক করে উঠতে পারে না কীভাবে পড়াশোনার প্ল্যান বানাবে, কোনটা আগে পড়বে, আর কিভাবে রিভিশন করবে। এই সকল সমস্যার সেরা সমাধান নিয়ে এসেছে ACS Future School বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স।
কেন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্স টি আপনার জন্য পারফেক্ট?
- সিলেবাসভিত্তিক ক্লাস: প্রতিটি অধ্যায়ের উপর গোছানো এবং সাজানো ক্লাস পাবেন এই কোর্সে, যা আপনার কনসেপ্ট পরিষ্কার করবে।
- লেকচার নোট ও প্রিপারেশন বুক: পরীক্ষার আগে কঠিন বিষয়গুলো দ্রুত রিভিশন করার জন্য থাকছে সহজবোধ্য লেকচার নোট।
- অনলাইন মডেল টেস্ট: আসল পরীক্ষার মতো পরিবেশে মডেল টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করুন। এতে নিজের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে পারবেন এবং পরীক্ষার ভয় কেটে যাবে।
- আর্কাইভ ক্লাস: কোনো ক্লাস মিস হলেও চিন্তা নেই! যেকোনো সময় রেকর্ডেড ভিডিও দেখে নেওয়ার সুযোগ থাকছে।
- অভিজ্ঞ শিক্ষকদের গাইডলাইন: আমাদের অভিজ্ঞ শিক্ষকরা আপনাকে স্টাডি রুটিন তৈরি, পরীক্ষার কৌশল এবং ডাউট সলভিং-এ সার্বক্ষণিক সহায়তা করবে।
কাদের জন্য এই কোর্সটি উপযোগী?
- যারা নিয়মিত পড়াশোনা করার পরেও পরীক্ষায় ভালো করার আত্মবিশ্বাস পাচ্ছেন না।
- যারা পরীক্ষার আগে সব বিষয় একসাথে রিভিশন করার জন্য একটি সঠিক উপায় খুঁজছেন।
- যারা কোনো কারণে সময়কে পুরোপুরি কাজে লাগাতে পারেননি এবং এখন কম সময়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাইছেন।
ভর্তি ও কোর্স ডিটেইলস
কোর্স শুরু: ১ নবেম্বর
সময়কাল: বার্ষিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত চলবে।
কোর্স ফি: মাত্র ১০০০৳(নিচে ডিসকাউন্ট লিংক দেয়া আছে)
প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. বার্ষিক পরীক্ষার প্রস্তুতি কোর্সে কীভাবে ভর্তি হবো?
ভর্তি হতে নিচের "কোর্সে ভর্তি হও" বাটনে ক্লিক করে লিংকে প্রবেশ করুন অথবা সরাসরি "হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন" বাটনে ক্লিক করে আমাদের সাথে কথা বলুন।
২. ক্লাসগুলো কি অনলাইনে হবে নাকি অফলাইনে?
আমাদের সকল ক্লাস সম্পূর্ণ অনলাইনে লাইভ অনুষ্ঠিত হবে। আপনি যেকোনো জায়গা থেকে আপনার সুবিধামতো মোবাইল বা কম্পিউটার দিয়ে ক্লাসে অংশ নিতে পারবেন।
৩. কোর্সে কী কী বিষয় অন্তর্ভুক্ত থাকবে?
বার্ষিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল বিষয়—যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গ্রুপ সাবজেক্টের উপর বিশেষ ক্লাস থাকবে। প্রতিটি বিষয় সিলেবাস অনুযায়ী বিস্তারিত পড়ানো হবে।
৪. যদি কোনো লাইভ ক্লাস মিস করি, তাহলে কী হবে?
চিন্তার কোনো কারণ নেই। প্রতিটি লাইভ ক্লাসের পরেই সেটির রেকর্ডেড ভার্সন আমাদের অ্যাপে আর্কাইভ আকারে সংরক্ষিত থাকবে। আপনি আপনার সুবিধামতো যেকোনো সময় সেই ক্লাসটি দেখে নিতে পারবেন।
৫. মডেল টেস্ট কিভাবে নেওয়া হবে?
মডেল টেস্টগুলো সম্পূর্ণ অনলাইন প্ল্যাটফর্মে নেওয়া হবে। পরীক্ষা শেষ করার সাথে সাথেই আপনি আপনার রেজাল্ট এবং প্রতিটি প্রশ্নের সঠিক বিশ্লেষণ (analysis) পেয়ে যাবেন।
৬. এই কোর্সে অংশগ্রহণ করলে আসলেই কি ভালো ফলাফল করা সম্ভব?
অবশ্যই। আমাদের এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে শুধু পড়ানোই নয়, বরং পরীক্ষার মতো পরিবেশে নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনাকে প্রস্তুত করা হবে। এর ফলে আপনার দুর্বল জায়গাগুলো চিহ্নিত হবে এবং পরীক্ষার প্রতি আত্মবিশ্বাস বহুগুণে বৃদ্ধি পাবে।
৭. কোর্স ফি কত?
কোর্স ফি মাত্র ১০০০৳ সর্বোচ্চ ডিসকাউন্টে। এই ডিসকাউন্টে নিচের দেয়া লিংক থেকে ভর্তি হয়ে যান। আলাদা ভাবে কোনো Promo Code বা Coupon code লাগবে না। সরাসরি আমাদের ডিসকাউন্ট লিংক থেকে ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন।
Promo Codes