SSC26 Final Revision Batch, 'এসএসসি এ ভালো রেজাল্ট করার জন্য লাস্ট ৪ মাস কী যথেষ্ট?'
ধরো, তুমি একটা ম্যাচ খেলতে নামছো আর শেষের ২০ মিনিট বাকি। এই সময়টা যদি পুরো শক্তি দিয়ে খেলো, অনেক কিছু ঘুরে যেতে পারে। পড়াশোনাতেও একই ব্যাপার।
৪ মাস সময় খুব বেশি না, কিন্তু একেবারেই অসম্ভবও না। এই সময়টা যদি একদম ফোকাস দিয়ে ব্যবহার করো, তাহলে ভালো রেজাল্ট করা অবশ্যই সম্ভব। ৪ মাসে একেবারে "গোল্ডেন" রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু এক লাফে নিজের প্রস্তুতিকে অনেকটাই এগিয়ে নেওয়া যায়।
SSC 26 Final Revision Batch: আপনার ৪ মাসের সেরা সঙ্গী
আপনি চাইলে এসিএস ফিউচার স্কুলের সাথে আপনার এই ৪ মাসের জার্নি শুরু করতে পারেন। ACS Future School লঞ্চ করেছে আপনাদের জন্য SSC 26 FRB (Final Revision Batch)।
এই ব্যাচে যা যা থাকছে:
- এসএসসি ২৬ এর সম্পূর্ণ সিলেবাস বেসিক থেকে শুরু করে শেষ করানো হবে।
- অনলাইন মডেল টেস্ট নেওয়া হবে পরীক্ষার প্রস্তুতি যাচাইয়ের জন্য।
- শিক্ষার্থীদের জন্য থাকবে প্রিপারেশন বুক (PDF)।
- ৪ মাসেই এসএসসি এর সকল সাবজেক্ট শেষ করানো হবে।
- প্রতি ক্লাসের সাথে থাকবে প্রবলেম সলভিং সাপোর্ট।
শুরু করুন আপনার কামব্যাক করার জার্নি ACS Future School এর সাথে!
এখনই ভর্তি হও